আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর। এমনকি লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দলেও অভিষেক হয়ে গেছে তার। তবু ১৮ বছর পূর্ণ না হওয়ায় পড়েছেন আইনি জটিলতায়। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হলেও এখনই মূল দলে যোগ দিতে পারছেন না এই তরুণ মিডফিল্ডার। স্পেনের নিয়ম অনুযায়ী, বিদেশি কোনো ফুটবলার ১৮ বছর হওয়ার আগে মূল স্কোয়াডে রেজিস্ট্রার হতে পারেন না।
সাংবাদিক আলভারো এস্তেবান জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে ৫২ মিলিয়ন ডলারের বিনিময়ে চুক্তি হলেও ১৭ বছর বয়সী মাস্তান্তুয়োনোকে আরও কিছুদিন আলাদা অনুশীলন করতে হবে। কারণ ফিফার মাইনর ট্রান্সফার নীতিমালার ১৯ নম্বর ধারা ও লা লিগার রেজিস্ট্রেশন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক দলবদলে ন্যূনতম বয়স হওয়া চাই ১৮ বছর কিছু ব্যতিক্রম ছাড়া।
মাস্তান্তুয়োনো
তবে মাস্তান্তুয়োনো ইতোমধ্যে রিভার প্লেটের হয়ে ৬৪টি ম্যাচ খেলে ১০ গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন। জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলে ফেলেছেন। মিডফিল্ডার হলেও তিনি ১০ নম্বর পজিশন থেকে উইংয়েও খেলতে পারেন।
মাদ্রিদের স্কোয়াডে সরাসরি না থাকলেও তার ওপর নজর রাখছেন কোচরা। আগামী ১৪ আগস্ট ১৮ বছর পূর্ণ হলে মূল দলে যোগ দিতে পারবেন তিনি। এরপর ১৯ আগস্ট লা লিগার মৌসুম শুরু করবে রিয়াল, প্রতিপক্ষ ওসাসুনা। আশা করা হচ্ছে, মৌসুম শুরুর আগেই এমবাপে-ভিনিসিয়ুসদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন মাস্তান্তুয়োনো।
উল্লেখ্য, তার দলবদল ফি ৬ কোটি ৩২ লাখ ইউরোর মধ্যে রিভার প্লেট পেয়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ ইউরো, যা আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ তরুণ ট্রান্সফারের রেকর্ড। এর আগের রেকর্ড ছিল এনজো ফার্নান্দেজের।
আরও পড়ুন: